সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: স্বাস্থ্য ও চিকিৎসা » রক্ত ফোঁটা থেকে ইঁদুরের ক্লোন
রক্ত ফোঁটা থেকে ইঁদুরের ক্লোন
জাপানের বিজ্ঞানীরা একটি রক্ত ফোঁটা থেকে ইঁদুরের ক্লোন জন্মাতে সক্ষম হয়েছেন। এই ক্লোন সৃষ্টিতে ব্যবহার করা হয়েছে অপর একটি ইঁদুরের লেজের সঞ্চালিত রক্ত কোষ থেকে। রাইকেন বায়োরিসার্চ সেন্টার সম্প্রতি মার্কিন জার্নাল বায়োলজি অব রিপ্রোডাকশন-এ এই তথ্য প্রকাশ করে।
লিংকেদ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সম্প্রতি একটি ইঁদুরের প্রায় ৬০০ টি জেনেটিক কপি সৃষ্টি করেছে। দাতা ইঁদুরের বিভিন্ন উৎস থেকেই ক্লোন করা সম্ভব, যেমন লিম্ফ গ্লান্ড, অস্থিমজ্জা এবং লিভারের শ্বেত কনিকা ক্লোন এর জন্য ব্যবহৃত হতে পারে। জাপানি এই গবেষক দলটি এবার সঞ্চালিত রক্ত কোষ থেকে ক্লোনিং সম্ভব কিনা সে বিষয়ে গবেষণা করেন। তাদের এই গবেষণার উদ্দেশ্য ছিল দাতা কোষ থেকে সহজলভ্য কোন উৎস খুঁজে বের করা যা গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন দুর্লভ প্রজাতির ইঁদুর রক্ষায় কাজে লাগবে। গবেষকরা জানিয়েছেন, ক্লোন প্রক্রিয়ায় জন্মানো মেয়ে ইঁদুরটি স্বাভাবিক জীবনকাল পার করেছে এবং স্বাভাবিক বাচ্চা প্রসব করেছে।
আটসৌ অগুরা’র নেতৃত্বে রাইকেন বায়োরিসার্চ সেন্টারের দলটি দাতা ইঁদুরের লেজ থেকে রক্ত সংগ্রহ করে এর থেকে শ্বেত রক্তকনিক পৃথক করে ফেলে এবং ক্লোনিং পরীক্ষা করার জন্য নিউক্লিয়াসে প্রয়োগ করেন। ঠিক একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল এডিনবার্গে ডলি নামের ভেড়ার ওপরে।
ক্লোনিং পদ্ধতিটি দৈহিক কোষের নিউক্লিয়ার প্রতিস্থাপন, যেখানে রক্ত বা চর্মকোষ এর মত পরিপক্ক দেহকোষ থেকে নিউক্লিয়াসকে অপর আরেকটি অনুর্বর কোষে প্রতিস্থাপন করা হয় যার নিউক্লিয়াস পূর্বেই অপসারণ করা হয়েছে। গবেষকরা জানান, এই কোষসমূহ সংগ্রহের পরে তাৎক্ষণিকভাবে ক্লোনিং এর জন্য ব্যবহার করা যায় এবং কোন দাতা প্রাণীর যন্ত্রনাহীন মৃত্যু ঘটে না। এই পদ্ধতিতে ক্লোনিং বেশ কার্যকর এবং মাত্র এক ফোঁটা রক্ত থেকে পর্যাপ্ত সংখ্যক ক্লোনিং করা সম্ভব। এর ফলে দুর্লভ কোন প্রজাতির বিস্তার সুরক্ষিত হবে। [২৯ জুন, ২০১৩]