শুক্রবার ● ৬ জুন ২০১৪
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » স্টিভেন ওয়েইনবার্গ
স্টিভেন ওয়েইনবার্গ
- কিছু কিছু মানুষ এমন মানসিকতার যে, প্রতিটি জিনিষে তারা স্রষ্টাকে খুঁজে পেতে চেষ্টা করেন। তাদের বলতে শোনা যায়, স্রষ্টাই সকল শক্তির উৎস বা স্রষ্টাই প্রকৃতি অথবা স্রষ্টাই হল বিশ্ব-ব্রহ্মাণ্ড। অবশ্যই অন্যান্য সকল শব্দের মতো ‘স্রষ্টা’ শব্দটির-ও আমরা আমাদের পছন্দ মতো অর্থ নির্ধারণ করতে পারি। আপনি যদি বলেন, স্রষ্টা-ই শক্তি, তবে একটুকরো কয়লার মাঝেও আপনি স্রষ্টাকে পাবেন।