শুক্রবার ● ৫ জুন ২০২০
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » বিশ্ব পরিবেশ দিবস ২০২০
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
জীববৈচিত্র্য হল এমন এক ভিত্তি যা পৃথিবীর সমস্ত প্রাণের সমাহারকে সমুন্নত রাখে। এটি মানব স্বাস্থ্যের প্রতিটি দিককে প্রভাবিত করে, যেমন: বিশুদ্ধ বায়ু ও জল সরবরাহ, পুষ্টিকর খাদ্যের জোগান, বৈজ্ঞানিক ধারণসমূহ, প্রাকৃতিক রোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন প্রশমন। এই আন্তঃজালের কোন একটি উপাদানের পরিবর্তন বা অপসারণ করা পুরো জীবনব্যবস্থাকে প্রভাবিত করে এবং নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে।
কোভিড-১৯ এর উত্থান এই সত্যটিকেই প্রকাশ করে, যখন আমরা জীববৈচিত্র্য ধ্বংস করি তখন আমরা সেই ব্যবস্থাকে ধ্বংস করি যা মানুষের জীবনকে সমর্থন করে। মানুষের সংক্রামক রোগগুলির প্রায় ৭৫ শতাংশই প্রাণীদেহ থেকে আসে।
বনভূমি উজাড় করা, বন্যজীবনের আবাসস্থল দখল, জলবায়ু পরিবর্তন ত্বরাণ্বিত করাসহ মানুষের নানাবিধ কার্যকলাপের মাত্রা প্রকৃতির সহ্যসীমাকে ছাড়িয়ে গেছে। আমরা যদি এই পথেই চলতে থাকি, জীববৈচিত্র্য বিনাশের ফলে খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থার পতন সহ মানব জাতির জন্য মারাত্মক প্রভাব বয়ে আনবে। প্রকৃতির বার্তা আমাদের কানে পৌঁছাচ্ছে কি?