শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রকৃতি ও পরিবেশ » বৈশ্বিক উষ্ণতার ঝুঁকিতে সামুদ্রিক প্রজাতিগুলি
বৈশ্বিক উষ্ণতার ঝুঁকিতে সামুদ্রিক প্রজাতিগুলি
বৈশ্বিক উষ্ণতার কারণে সামুদ্রিক প্রজাতিগুলি তাদের আবাসস্থল থেকে দ্বিগুণ হারে হারিয়ে যাচ্ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ করা হয়। সাগরের প্রাণীদের এই সামগ্রিক ঝুঁকির কারণে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে যারা খাদ্য ও অর্থনৈতিকভাবে সামুদ্রিক মাছের ওপর নির্ভরশীল। গবেষণাটিতে শীতল রক্তের সামুদ্রিক প্রাণী ও স্থল প্রজাতির উষ্ণতা সংবেদনশীলতা এবং তাদের স্বাভাবিক বাসযোগ্য এলাকায় থাকাকালীন তাপ থেকে আশ্রয় খুঁজে পাওয়ার সক্ষমতার তুলনা করা হয়।
গবেষকরা বিশ্বজুড়ে প্রায় ৪০০ প্রজাতির টিকটিকি, মাছ ও মাকড়সার ওপর গবেষণা চালান। তারা ৮৮টি সামুদ্রিক এবং ২৯৪টি স্থল প্রজাতির নিরাপদ অবস্থা হিসেব করেছেন, একই সাথে বছরের সবচেয়ে উষ্ণ সময়ে প্রতিটি প্রজাতির জন্য গ্রহণযোগ্য শীতলতম তাপমাত্রা বের করেছেন।
রুটজার্স বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যা, বিবর্তনবাদ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সহযোগী অধ্যাপক মালিন পিনস্কি বলেছেন, “আমরা দেখেছি বিশ্বব্যাপী স্থল প্রজাতির তুলনায় সামুদ্রিক প্রজাতিগুলি তাপমাত্রা দ্বিগুণ হওয়ার কারণে তাদের আবাসস্থল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সাগর কেন্দ্রিক মানুষের খাদ্য সহায়তা, পুষ্টি ও অর্থনৈতিক কার্যকলাপকে টিকিয়ে রাখতে নতুন সংরক্ষণ প্রচেষ্টা প্রয়োজন হবে।”
গবেষকরা দেখেছেন যে গড়ে সামুদ্রিক প্রজাতিগুলি উচ্চ তাপমাত্রার ঝুঁকির প্রান্তে অবস্থান করছে। উপরন্তু, অনেক স্থল প্রাণী গরম থেকে বাঁচতে বন, আচ্ছাদিত এলাকায় বা ভূগর্ভস্থ কোথাও লুকিয়ে থাকতে পারে, কিন্তু সামদ্রিক প্রাণীদের জন্য তা সম্ভব নয়। তাদের সংখ্যা হ্রাসের কারণে প্রজাতির জেনেটিক বৈচিত্র্য হারিয়ে যেতে পারে, তাদের শিকারীদের ওপর প্রভাব ফেলতে পারে এবং বাস্তুতন্ত্রে পরিবর্তন আসতে পারে।
২৭ এপ্রিল ২০১৯
সূত্র: রুটজার্স বিশ্ববিদ্যালয়