

বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্রথমবারের মতো ব্ল্যাকহোলের ছবি ধারণ
প্রথমবারের মতো ব্ল্যাকহোলের ছবি ধারণ
জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন, যা দূরবর্তী গ্যালাক্সিতে অবস্থিত। বিজ্ঞানীরা জানান, দানবাকৃতির এই ব্ল্যাকহোলটি সৌরজগতের চেয়েও বড়, এর আয়তন ৪ হাজার কোটি কিলোমিটার - যা পৃথিবীর চাইতে ৩০ লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এই ব্ল্যাকহোলটির দূরত্ব ৫০ কোটি ট্রিলিয়ন কিলোমিটার এবং এর ভর সূর্যের চেয়ে ৬৫০ কোটি গুণ বেশি। এই অনবদ্য আবিষ্কারের তথ্য আজকে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্ণাল লেটার্সে প্রকাশিত হয়েছে।
অ্যান্টার্কটিকা, স্পেন, চিলি সহ পৃথিবীর অন্যান্য প্রান্তে বসানো আটটি রেডিও টেলিস্কোপের এক নেটওয়ার্ক দিয়ে এই ছবি তোলা সম্ভব হয়েছে। ছবিটি ধারণ করেছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (EHT)
নেদারল্যান্ডের রেডবোড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেইনো ফালকে’র দেয়া তথ্য অনুসারে ব্ল্যাকহোলটি এম৮৭ গ্যালাক্সিতে খুঁজে পাওয়া গিয়েছে।