মঙ্গলবার ● ১২ জুলাই ২০২২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
নাসা’র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলের একটি স্পষ্ট ছবি প্রকাশ করেছে, যা এই টেলিস্কোপের মাধ্যমে প্রথমবারের মতো গত ১২ জুলাই ২০২২ উন্মোচিত হলো। এখানে গ্যালাক্সিগুচ্ছ SMACS 0723 সহ মহাবিশ্বের একটি অতিক্ষুদ্র অংশ ধারণ করা হয়েছে। দক্ষিণ আকাশে পতত্রীমীন মণ্ডলের কাছে গ্যালাক্সিগুচ্ছ SMACS 0723 এর অবস্থান।
ইনফ্রারেড চিত্রে দৃশ্যমান হাজার হাজার গ্যালাক্সিকে বিজ্ঞানীরা তুলনা করেছেন বাড়ানো হাতের ওপরে একটি বালিকনা রাখলে ঠিক যেমনটি দেখা যাবে, ছবিটি মহাবিশ্বের সেই অতি ক্ষুদ্র অংশকেই দেখাচ্ছে। এখানে ৪৬০ কোটি বছর পূর্বের গ্যালাক্সিগুচ্ছ SMACS 0723 দেখা যাচ্ছে। এই গ্যালাক্সিগুলোর মোট ভর একটি মহাকর্ষীয় লেন্সের ন্যায় কাজ করে, যা এর পেছনে থাকা দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলোকে বাঁকিয়ে দেয়। গবেষকরা শীঘ্রই ছায়াপথের ভর, বয়স, ইতিহাস এবং গঠন সম্পর্কে আরও জানতে পারবেন, কারণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের প্রথম দিকের গ্যালাক্সিগুলির সন্ধান করছে। মহাবিশ্বের সম্প্রসারণের ফলে আলো ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে প্রসারিত হয়েছিল, যা পর্যবেক্ষণ করার জন্যই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নকশা করা হয়েছে।
হাবল স্পেস টেলিস্কোপের থেকে অনেক কম সময়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এই ইনফ্রারেড ছবিটি পাওয়া সম্ভব হচ্ছে। এই ডিপ ফিল্ড ইমেজটি তৈরিতে সাড়ে বারো ঘণ্টা সময় লেগেছে, যা হাবলের কয়েক সপ্তাহ লেগে যেতো। বিজ্ঞানীরা গ্যালাক্সিগুচ্ছ SMACS 0723 এর থেকেও প্রাচীন, মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার অর্থাৎ প্রায় ১৩০০ কোটি বছর পূর্বের গ্যালাক্সিগুলোর সন্ধান পেয়েছেন, যা ছবিতে অনেকটা ম্লান দেখা যাচ্ছে। এই গ্যালাক্সিগুলো থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে কয়েকশ’কোটি বছর সময় লাগছে। আমরা বিগ ব্যাং-এর পরবর্তী একশ কোটি বছরের মধ্যে নবীনতম গ্যালাক্সিগুলোর ছবিই এখন দেখতে পাচ্ছি।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে বিজ্ঞানীদের পরিকল্পনার বাইরেও হয়তো এমন কিছু আবিষ্কার হতে পারে যা বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা। যেমন: ১৯৯০ সালে যখন হাবল স্পেস টেলিস্কোপ চালু করা হয়েছিলো তখনও পর্যন্ত বিজ্ঞানীরা ডার্ক এনার্জি সম্পর্কে কিছুই জানতেন না, এখন এটি জ্যোতির্পদার্থবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কাজেই এই ওয়েব স্পেস টেলিস্কোপ কোন নতুন তথ্য ও আবিস্কার সামনে নিয়ে আসবে তা শুধু সময়ের অপেক্ষা। বিজ্ঞানীরা শুধু এটুকুই বলছেন, এতো সবে শুরু! শেষ পর্যন্ত, ওয়েবের আসন্ন পর্যবেক্ষণগুলি জ্যোতির্বিজ্ঞানীদের আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে যে কীভাবে গ্যালাক্সিগুলি মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থায় গঠিত হয়েছিলো।
সূত্র: নাসা