শুক্রবার ● ৬ জুন ২০১৪
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » কার্ল স্যাগান
কার্ল স্যাগান
- কেন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো বিজ্ঞান নিয়ে প্রায় আলোচনা করে নি বললেই চলে? কারণ, আমাদের বর্তমান জ্ঞানের পরিধি একদা অচিন্তনীয় ছিল। আমাদের তথাকথিত নবীরা যে ব্যাখা দিয়ে গেছেন তার তুলনায় এ জগত বহুলাংশেই বৃহদাকার, অনেক নিখুঁত এর কাজ। কিন্তু আমাদের নবীরা এ সকল তত্ত্বে বিশ্বাসী নন। তারা তাদের ক্ষুদ্র স্রষ্টা যেভাবে রয়েছেন সেভাবেই রাখতে চান। নতুন বা পুরোনো কোন ধর্ম যদি বিশ্বজগতের এ বিশালত্বের ব্যাপারে আলাপ করতে পারত তবে হয়তো সেই নির্দিষ্ট ধর্মের বিশ্বাসযোগ্যতা কিছুটা আসত।