সোমবার ● ৩০ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » টমাস আলভা এডিসন
টমাস আলভা এডিসন
১.
গ্রামোফোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। তাই তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল সুধীজন। সেখানে অনেকেই বক্তৃতা দিলেন, সবাই তাঁর আবিষ্কার নিয়ে নানভাবে প্রশংসা করলেন। এক মহিলা বক্তৃতা দিতে উঠে এডিসনকে আক্রমণ করে বললেন, ‘আপনি কী এমন যন্ত্র আবিষ্কার করেছেন যে সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকে। আর এটা নিয়ে এত মাতামাতি কেন আমি বুঝি না। আপনাকে ইতিহাস কখনোই ক্ষমা করবে না…ইত্যাদি’। মহিলার থামার কোন লক্ষণই নেই।
ওদিকে এডিসন চুপচাপ মহিলার বিষোদ্গার শুনে যাচ্ছেন। একসময় বক্তৃতার পালা এল এডিসনের। তখন তিনি ঐ মহিলাকে বললেন, ‘ম্যাডাম, আপনি প্রথম থেকেই ভুল করে যাচ্ছিলেন, কানের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করার মতো যন্ত্র আমি আবিষ্কার করিনি, করেছেন ঈশ্বর। আমি যে যন্ত্র আবিষ্কার করেছি তা ইচ্ছেমতো থামানো যায়।’