শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » ব্যবহারের শর্তাবলী
ব্যবহারের শর্তাবলী
কসমিক কালচার পরিচালিত এই ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিজ্ঞান সংবাদ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন এবং বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ-মতামত প্রকাশের একটি মাধ্যম মাত্র। এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব কসমিক কালচারের। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও প্রসারের স্বার্থে ব্যক্তিগতভাবে বা কোন বিজ্ঞান সংগঠন/শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে ওয়েবসাইটের যেকোন লেখা আংশিক বা পূর্ণ অংশ ব্যবহার ও প্রকাশ করা যাবে। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে যেকোনপ্রকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অলাভজনকভাবে অন্যত্র প্রকাশের বা ব্যবহারের ক্ষেত্রে তথ্যসূত্রে কসমিক কালচারের নাম উল্লেখ করা হলে তা আমাদের শ্রম ও সময়ের মূল্যায়ণ করা হবে - এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা আরও মনে করি, সীমিত পরিসরে বা শর্তারোপ করে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি সম্ভব নয়, তাই বিজ্ঞান চর্চায় আপনার উদার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটে ব্যবহৃত ছবি ও তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে কপিরাইট অধিকারীদের অনুমতি নিয়ে, অথবা যেসব তথ্য বা ছবি কপিরাইট দ্বারা সংরক্ষিত নয় - সেই সব সূত্র থেকে। যদি কেউ মনে করেন যে, তাঁদের লেখ-স্বত্ব বা কপিরাইট লঙ্ঘন করা হয়েছে, তাহলে লিখিত ভাবে (কপিরাইটের রেফারেন্স দিয়ে) আমাদের জানান।