বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » সপ্তাহের ছবি » কৃষ্ণগহ্বরের প্রথম ছবি
কৃষ্ণগহ্বরের প্রথম ছবি
জ্যোর্তিবিজ্ঞানীরা ১০ এপ্রিল কৃষগহ্বরের প্রথম ছবি প্রকাশ করেছেন। কৃষ্ণগহ্বরের ছবি ধারণ করার জন্য বিশেষভাবে নির্মিত ইভেন্ট হরাইজন টেলিস্কোপের (ইএইচটি) ফলাফলের ওপর ভিত্তি করে ছবি প্রকাশ করা হয়। এত দিন বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বরের আকৃতি সম্পর্কে যে তাত্ত্বিক ব্যাখ্যা ও অনুমান করেছিলেন, বাস্তবের কৃষ্ণগহ্বরের সঙ্গে তার অধিকাংশই মিলে গেছে। সেই সাথে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আরও একবার সঠিক প্রমাণিত হতে চলেছে।
কৃষগহ্বরের ছবি তোলার কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে। কৃষগহ্বরের ছবি তোলার জন্য ব্যবহৃত ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে তৈরি করা হয়েছে ।
সূত্র: নাসা