রবিবার ● ২ আগস্ট ২০১৫
প্রথম পাতা » সপ্তাহের ছবি » আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ট্রানজিট!
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ট্রানজিট!
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ট্রানজিট! এতোদিন গ্রহের ট্রানজিট আমরা প্রত্যক্ষ করলেও চাঁদের সামনে দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ট্রানজিট দেখতে পাওয়া গেল গত ২ আগস্ট, ২০১৫ তারিখে। এসময় মহাকাশ স্টেশনে ছয়জন ক্রু ছিলেন। তারা হলেন: নাসা’র নভোচারী স্কট ক্যালি ও কেজ্ল লিন্ডগ্রিন, রাশিয়ান নভোচারী জ্যানেডি পাডলকা, মিখাইল কোর্নিয়েনকো, ওলেগ কোননেনকো এবং জাপানী নভোচারী কিমিয়া ইউ। মহাকাশ স্টেশনটি সেকেন্ডে প্রায় পাঁচ মাইল গতিতে চাঁদের সামনে দিয়ে অতিক্রম করছিল। ছবিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে চাঁদের বুকে ছাপচিত্রের মতো দেখাচ্ছে।
সূত্র: নাসা