বুধবার ● ৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রযুক্তি » আগামী ৫০ বছরের মধ্যে মানুষ রোবটের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হবে
আগামী ৫০ বছরের মধ্যে মানুষ রোবটের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হবে
সম্প্রতি বিশেষজ্ঞরা দাবি করছেন আগামী ২০৭০ সালের মধ্যেই মানুষ রোবটের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারবে। যৌনতা ও সম্পর্কের মনোবিজ্ঞান নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ড. ড্রিসকোল জানিয়েছেন ২০৭০ সালের মধ্যেই যৌন প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠবে। এখনই অনলাইনে মানবমূর্তি অর্ডার করা যায়। তবে আগামী কয়েক বছরের মধ্যে সেক্স ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াবে রোবটিক, ইন্টারেক্টিভ, মোশন সেনসিং প্রযুক্তি।
টেকনোলজির প্রতি দুর্নিবার আকর্ষণ থেকেই মানুষ একদিন রোবটের প্রেমে পড়বে এবং তার সাথেই শারীরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহ দেখাবে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন অদূর ভবিষ্যতে যন্ত্রমানব বা মানবীই হয়ে উঠবে মানুষের ভার্চুয়াল পার্টনার।
রোবোফিলিয়া হচ্ছে রোবটের প্রতি মানুষের যৌন আকর্ষন। যদিও বিষয়টি খুব অদ্ভুতুরে লাগছে কিন্তু অদূর ভবিষ্যতে মানুষ তার যৌনাকাঙ্খা পূরণের জন্য বোরটকেই সাথী করবে। গবেষকদের মতে, মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম এতটাই বেশি প্রযুক্তি নির্ভর আর ভার্চুয়াল হয়ে উঠছে যে কিছুদিনের একাকীত্ব কাটাতে মানুষ হয়ত রোবট পার্টনারের মধ্যেই মানসিক ও শারীরিক ভালবাসা খুঁজতে চেষ্টা করবে।
০৫ আগস্ট, ২০১৫
সূত্র: মিরর
বিষয়: #যৌনতা #রোবট #রোবট পার্টনার #সেক্স ইন্ডাস্ট্রি