বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রযুক্তি » মাইক্রোবোটদের যুগ আসলো বলে
মাইক্রোবোটদের যুগ আসলো বলে
সিলিকনের পাতের উপর ক্ষুদ্র পায়ের আরো ক্ষুদ্র সেন্সরগুলো একদিন আমাদের সেলফোনের ব্যাটারী ঠিক করতে পারবে বা আমাদের মস্তিষ্কের গবেষণায় সাহায্য করবে|
ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার ইলেকট্রিকাল এন্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. মার্ক মিসকিন মাইক্রোবোটদের ধারণা দিয়ে আশা করছেন খুব শীঘ্রই এমন রোবট বানানো সম্ভব যাদের আকার আমাদের দেহের কোষের সমান, যারা আমাদের সেলফোনের ব্যাটারির ভিতরে ঘুরঘুর করবে, ব্যাটারিকে পরিষ্কার করে পুনরুজ্জীবিত করে দিবে| অথবা মস্তিষ্কের সিগন্যাল পরিমাপ করতে নিউরাল সাইন্টিস্টদের সাহায্য করবে|
ড. মিসকিন মাইক্রোবোট তৈরির একটা প্রযুক্তি দাঁড় করিয়েছেন যেখানে সিলিকনের পাতের উপরে প্ল্যাটিনাম আর টাইটানিয়াম স্তরে স্তরে সাজানো থাকবে| যখন এতে ইলেকট্রিকাল ভোল্টেজ প্রয়োগ করা হবে, তখন প্ল্যাটিনাম সংকুচিত হবে কিন্তু টাইটানিয়াম দৃঢ় থাকবে, তাতে সমতল পাটটা হেলে পরবে, আর তাতে রোবটের পাগুলো সচল হয়ে যাবে|
ড. মিসকিন মাইক্রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যাটারী ব্যবহার করেননি, তার বদলে তিনি রোবটের পিঠের সোলার প্যানেলের উপর লেসার রশ্মি প্রয়োগ করেন| এখনো অনেক কাজ বাকি থাকলেও তিনি মনে করেন ব্যবহারিক কাজের উপযুক্ত মাইক্রোবোট কয়েক বছরের মধ্যে বানানো সম্ভব|
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস