বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রযুক্তি » প্রতিকূল পরিবেশে চলতে সক্ষম নমনীয় রোবট
প্রতিকূল পরিবেশে চলতে সক্ষম নমনীয় রোবট
মার্কিন বিজ্ঞানীরা সম্প্রতি নরম শরীরের এমন রোবট তৈরি করেছেন যা সহজেই বিভিন্ন প্রতিকূল পরিবেশেও কাজ করতে সক্ষম হবে। এই ধরনের রোবট বরফ, আগুনের ওপর দিয়ে চলতে পারবে, এমনকি এর ওপর দিয়ে গাড়ি চলে গেলেও সে কাজ করতে পারবে। বিজ্ঞানীরা জানান, রোবটটি প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে নিজের পিছনেই প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মাইক্রো কমপ্রেসর, কন্ট্রোল সিস্টেম, ব্যাটারি প্রভৃতি বহন করবে।
ক্রস আকৃতির এই রোবটটি তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা। রোবটের উপরের অংশ হালকা সিলিকন রাবার দিয়ে এবং নিচের অংশ কেভলার ফ্যাবরিক দিয়ে তৈরি করা হয়েছে। এটি মাটির সাথে সেঁটে থাকার জন্য ঘনীভূত বায়ুর চেম্বার ব্যবহার করা হয়েছে।
গবেষক মাইকেল টোলে বলেন, এই প্রথমবার নমনীয় পদার্থ দিয়ে এমন এক রোবট বানানো হল যা কোনও এক জায়গায় আবদ্ধ থাকে না। এর আগে সবার ধারণা ছিল ধাতু বা নমনীয় পদার্থ দিয়ে নির্মিত রোবট একমাত্র চলে ফিরে বেড়াতে পারে। নমনীয় পদার্থ দিয়ে তৈরি এই রোবট সেই ধারণাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।
১১ সেপ্টেম্বর, ২০১৪
সূত্র: দ্য ইঞ্জিনিয়ার