রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » হিগস-বোসন কণা মহাবিশ্ব ধ্বংস করতে সক্ষম: হকিং
হিগস-বোসন কণা মহাবিশ্ব ধ্বংস করতে সক্ষম: হকিং
প্রখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং জানিয়েছেন হিগস-বোসন কণা মহাবিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে। স্টারমাস নামক নতুন একটি বইয়ের ভূমিকায় হকিং উল্লেখ করেছেন, অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণা অস্থির হয়ে উঠতে পারে। এটি ক্যাটাস্ট্রোফিক শূণ্য ক্ষয়ের সৃষ্টির মাধ্যমে স্থান-সময় কে স্থবির করে কোনরকম আগাম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।
হকিং আরো জানান, অদূর ভবিষ্যতে এই আকস্মিক দূর্যোগের সম্ভাবনা না থাকলেও অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা অর্থহীন। এটি ১০০ বিলিয়ন গিগাইলেক্ট্রন ভোল্ট উৎপন্ন করতে পারে।
০৭ সেপ্টেম্বর, ২০১৪
সূত্র: এক্সপ্রেস অনলাইন