

বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রত্নতত্ত্ব » ডাইনোসরের বাচ্চা লালনপালনে বেবিসিটারের সন্ধান
ডাইনোসরের বাচ্চা লালনপালনে বেবিসিটারের সন্ধান
সম্প্রতি গবেষকরা চীনের লুজিয়াতানে এমন একটি ডাইনোসরের আবাসের খোঁজ পেয়েছেন যেখানে বাচ্চা ডাইনোসরদের দেখভাল করার জন্য ‘বেবিসিটার’ বা আয়া ছিল। বিজ্ঞানীরা এই আবিস্কারের মাধ্যমে প্রাগৈতিহাসিক ডাইনোসরেরা কতোটা সামাজিক ছিল তার বিষয়ে আলোকপাত করেছেন।
বিজ্ঞানীরা দাবি করছেন এটি ১৯০ মিলিয়ন বছরের পুরোনো এবং সম্ভবত প্রথম দিককার ডাইনোসর যাদের মধ্যে জটিল পারিবারিক আচরণ লক্ষ্য করা যেত। একটি পাথরের নিচে থেকে উদ্ধার করা ২৫টি ডাইনোসরের ফসিলের মধ্যে রয়েছে ২৪টি বাচ্চা ডাইনোসর ও একটি প্রাপ্তবয়স্ক ডাইনোসর। বিজ্ঞানীরা মনে করছেন, প্রাপ্তবয়স্ক ডায়নোসরটি নিযুক্ত ছিল আয়ার কাজ করার জন্য। অন্যান্য ডাইনোসররা খাবারের খোঁজে বেরিয়ে গেলে আয়ার ওপর সন্তান পরিচর্যার দায়িত্ব থাকত।
সকল ডাইনোসরগুলোই ছিল Psittacosaurus lujiatunensis প্রজাতির। এরা ১ থেকে ২ মিটার লম্বা হত এবং দুই পায়ে হেঁটে বেরাত। এরাই মূলত ট্রিসেরাটপস্ গোত্রের ডাইনোসরদের পূর্বপুরুষ।
ফসিলে প্রাপ্ত বাচ্চা ডাইনোসরগুলো সবগুলোই একই আকারের, প্রায় ৬ ইঞ্চি লম্বা। এদের আশেপাশে কোন ডিমের খোলস পাওয়া যায়নি, আর বাচ্চাদের হাড়ের গঠনও ছিল মজবুত। এথেকে ধারণা করা হয় এরা ঘুরে বেড়াতে সক্ষম ছিল। একত্রে এতগুলো ডাইনোসরের ফসিল পাওয়ায় বিজ্ঞানীরা মনে করছেন অগ্ন্যুত্পাত বা প্রাকৃতিক দুর্যোগে একসঙ্গে সকলে প্রাণ হারায়।
০৪ সেপ্টেম্বর, ২০১৪
সূত্র: লাইভ সায়েন্স
বিষয়: #ডাইনোসর #ফসিল