

রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রত্নতত্ত্ব » ১৫০০ বছর পূর্বের কৃত্রিম পা সংযোজিত কঙ্কালের সন্ধান
১৫০০ বছর পূর্বের কৃত্রিম পা সংযোজিত কঙ্কালের সন্ধান
আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইউরোপে বাসকারী এক ব্যক্তির কৃত্রিম বাম পা লাগানোর প্রমান মিলেছে। দক্ষিণ অস্ট্রিয়ার হেমাবার্গ এর একটি প্রাচীন কবরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া এই কঙ্কালটিতে গবেষকরা বাম পায়ের পাতার জায়গায় লোহা ও কাঠ দিয়ে তৈরি একটি কৃত্রিম পায়ের পাতা লাগানো দেখতে পান। গবেষকদের জানা মতে এটিই ইউরোপ অঞ্চলের সবচেয়ে পুরোনো কৃত্রিম পা লাগানোর নমুনা।
গবেষকরা রেডিওপ্রাফি ও সিটি-স্ক্যান থেকে দেখতে পেয়েছেন মাঝ বয়সী মৃত ব্যক্তিটির বাম পায়ের পাতায় পচন ধরায় সেখানে কৃ্ত্রিম পাতা লাগানো হয়েছিল এবং কৃত্রিম পা নিয়ে তিনি বেশ ভালোভাবেই চলাফেরা করতে পারতেন। পা হারানোর পর সম্ভবত বছর দু’য়েক তিনি বেঁচে ছিলেন। ষষ্ঠ শতকের এই লোকটির কবরে পাওয়া একটি তলোয়ার থেকে ধারণা করা হচ্ছে তিনি অভিজাত বংশীয় কেউ ছিলেন। গবেষকরা জানান, প্রাচীন মিশর ও রোমান সময়েও কৃত্রিম অঙ্গ সংযোজনের প্রচলন ছিল।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
১৬ জানুয়ারি, ২০১৬