মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » মহাজাগতিক পথচলা » আয়োজিত হল সাবর্ণ সংগ্রহশালার ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক ১১তম প্রদর্শনী
আয়োজিত হল সাবর্ণ সংগ্রহশালার ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক ১১তম প্রদর্শনী
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ এর অনন্য জাদুঘর ও গবেষণা কেন্দ্র সাবর্ণ সংগ্রহশালা একাদশবারের মতো আয়োজন করল ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক বার্ষিক প্রদর্শনী। এবারের বিষয় ছিল ‘১৬১৫-১৯৪৭ সালের ঔপনিবেশিক ভারত’।
এই অনন্য প্রদর্শনীতে এবার ব্রিটিশ বিরোধী কনিষ্ঠ বিপ্লবী শান্তি ঘোষকে স্মরণ করা হয়, পাশাপাশি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্যারীচাদ মিত্রের (ছদ্মনাম টেকচাদ ঠাকুর) উদ্দেশ্যে। প্রদর্শনীতে ১৬-২০ শতাব্দীর বিভিন্ন দুর্লভ সামগ্রী উপস্থাপন করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে সাবর্ণ পরিবারের হাতে লেখা ঐতিহ্যবাহী পত্রিকা ‘সপ্তর্ষি’র সপ্তবিংশতিতম সংখ্যা।
প্রদর্শনীটি ভারতের কলকাতায় বারিষায় অবস্থিত সপ্তর্ষী ভবনের জাদুঘর মিলনায়তনে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ সকাল ১০টা - রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইতিহাস ও ঐতিহ্যের যুগলবন্দী এই আসরে ওয়েব পার্টনার হিসেবে ছিল www.cosmicculture.org।