

বৃহস্পতিবার ● ২১ মে ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রত্নতত্ত্ব » খোঁজ মিলল আদিম মানুষের নতুন প্রজাতির
খোঁজ মিলল আদিম মানুষের নতুন প্রজাতির
আদিম মানুষের একটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে ইথিওপিয়ার আফার অঞ্চলে। প্রায় ৩৫ হাজার বছর আগে পৃথিবীতে বাস করা এই প্রজাতিটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া অন্যান্য প্রজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক গবেষকদের একটি দল আদিম সেই মানুষের চোয়ালের একটি হাড় এবং দাঁত খুঁজে পেয়েছে।
এই আবিষ্কার স্পষ্টভাবে জানান দিচ্ছে যে, আধুনিক মানুষের প্রাচীন বংশধারা আমাদের সাধারণ ধারণার থেকেও বেশি জটিল ছিল। সম্প্রতি বিজ্ঞান জার্ণাল নেচার-এ এই আবিস্কারের তথ্য প্রকাশিত হয়েছে। নতুন সন্ধান পাওয়া প্রজাতিটির নাম অস্ট্রালোপিথেকাস ডেইরিমেডা, যার অর্থ নিকট আত্মীয়।
২8 মে, ২০১৫
সূত্র: বিবিসি