শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: প্রযুক্তি » ইন্টারনেট হারিয়ে যাওয়ার পূর্বাভাস গুগল প্রধানের
ইন্টারনেট হারিয়ে যাওয়ার পূর্বাভাস গুগল প্রধানের
সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় গুগলের প্রধান এরিখ স্মিডিট বলেন ইন্টারনেট হয়তো শেষ পর্যন্ত হারিয়ে যাবে। তিনি জানান, ইন্টারনেট একটি সময় মানুষের দৈনন্দিন জীবনের সাথে একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যাবে। ফলে স্বভাবতই এটি মানুষের দৃষ্টির অন্তরালে গিয়ে হারিয়ে যাবে।
স্মিডিট আরও বলেন, নানা ধরনের সেন্সর বা স্পর্শক ও যন্ত্রপাতি এসে যাবে এবং ইন্টারনেট ব্যবহার করছি তা আর উপলব্ধি করার কোনো উপায়ই থাকবে না। প্রত্যেকের প্রয়োজনকে সামনে রেখে ইন্টারনেটকে উচ্চমাত্রায় ব্যক্তিগতকরণ করায় তা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠবে। ইন্টারনেট একজন মানুষকে সব সময়ই জড়িয়ে রাখবে, তাই তার অস্তিত্বের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় আসবে না।
সূত্র: ডেইলী মেইল
২৩ জানুয়ারি, ২০১৫