রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান পরীক্ষণ, অলিম্পিয়াড, প্রজেক্ট » পদার্থবিজ্ঞানের হাজারো জিজ্ঞাসা - সৌমেন সাহা
পদার্থবিজ্ঞানের হাজারো জিজ্ঞাসা - সৌমেন সাহা
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
মূল্য: ৪০০ টাকা
প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৫
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 978-984-404-409-8
পদার্থবিজ্ঞানের খুঁটিনাটি বিষয়গুলোকে ছাত্র-ছাত্রীদের গোচরে আনার জন্য লেখক বইটির পরিকল্পনা করেছেন। এই বই পড়ে শুধু প্রশ্নোত্তরের আসরে যাবার সাহসই আসবে না, সেই সঙ্গে স্কুল-কলেজের পদার্থবিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর দিতেও সুবিধা হবে। সময় কাটানো ছাড়াও অনুশীলন এবং বুদ্ধিচর্চার প্রয়োজনেও বইটি খুবই কাজে আসবে। যে সকল ছাত্র-ছাত্রী পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের উপযোগী করে বইটি তৈরি করতে লেখক চেষ্টা করেছেন। বইটিতে প্রধানত বিষয়মুখী প্রশ্ন ও বিভিন্ন চিন্তা-উদ্দীপক প্রশ্নই স্থান পেয়েছে।