রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ভ্যাল ফিশ্চ এর জীবনাবসান
নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ভ্যাল ফিশ্চ এর জীবনাবসান
নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ভ্যাল ফিশ্চ এর জীবনাবসাননোবেলজয়ী পদার্থবিদ ভ্যাল লগ্সডন ফিশ্চ (Val Logsdon Fitch) গত ০৬ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে মারা গেছেন। ১৯৮০ সালে সহকর্মী জেমস ক্রোনিনের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেচিলেন ফিশ্চ। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের ব্রুকহ্যাভেন জাতীয় গবেষণাগারে কাজ করার সময় ফিশ্চ ও ক্রোনিন আবিস্কার করেছিলেন যে প্রত্যেকটি প্রাথমিক কণিকার একটি সমান ভরের ও বিপরীত আধানের একটি প্রতিকণিকা আছে। এই কণিকা দুটির পরস্পরের সঙ্গে মিললে ভর ধ্বংস হয়ে শুধু শক্তি অবশিষ্ট থাকে। তারা দেখতে পান যে, পদার্থ ও প্রতিপদার্থ পদার্থবিজ্ঞানের যে আইনগুলো মেনে চলে তাতে সামান্য পার্থক্য আছে।
তারা দেখান যে, কেউ যদি মহাবিশ্বের ইতিহাসকে পেছন দিকে চালাতে শুরু করে, তাহলে পদার্থবিজ্ঞানের আইনগুলো সম্ভবত একইরকম থাকবে না। কিন্তু প্রাথমিক মহাবিশ্বে পদার্থ ও প্রতিপদার্থ স্বাভাবিক ধ্বংস থেকে কিভাবে রক্ষা পেয়েছে তা ফিশ্চ ও ক্রোনিনের আবিষ্কার থেকে ব্যাখ্যা করা যায়। এই রক্ষা পাওয়া পথ ধরেই পরবর্তী সময়ে মহাবিশ্বে নক্ষত্র, গ্যালাক্সি ও জীবনের উদ্ভব হয়েছে।





ক্রিকেটের ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বা বৃষ্টি আইনের যুগ্ম প্রবক্তা গণিতবিদ টনি লুইস আর নেই
আর্থ ওভারশুট ডে: পৃথিবীর প্রাকৃতিক সম্পদ উদ্বেগজনক মাত্রায় হ্রাস পাচ্ছে
মিশরে ৩২০০ বছর আগের পনিরের সন্ধান
রাতের আকাশে আজ ও আগামীকাল দেখা মিলবে পারসেইড উল্কাবৃষ্টি
পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই
প্রথমবারের মতো সৌরবিমানের বিশ্ব ভ্রমন
ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ফ্রান্সে মারা গেলেন ০১ জন, অসুস্থ্য আরও অনেকে
২৩ সেপ্টেম্বর শারদ বিষুব: দিন-রাতের দৈর্ঘ্য সমান
রাতের আকাশে উল্কার ঝলকানি: ১১-১৩ আগস্ট পারসেইড উল্কাবৃষ্টি 