বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » মহাকাশের নক্ষত্র-পরিচয় - সৌমেন সাহা
মহাকাশের নক্ষত্র-পরিচয় - সৌমেন সাহা
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
মূল্য: ৪০০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৫
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN 978-984-404-411-1
আকাশ পানে চোখ মেলেই মানুষ জানতে চেয়েছে, ওখানে কি আছে। পুরাকালে মানুষের ভাবনায় আকাশ ছিল গম্বুজ বা উপুড় করা এক বাটি। তখন মানুষের জানার সাধ ছিল, সাধ্য ছিল না, তাই যেটুকু দেখত তা ছিল শান্ত। ষোড়শ ও সপ্তদশ শতকের নক্ষত্রবিজ্ঞানে নতুন যুগের সূচনা হলো, আমাদের জ্ঞানও একলাফে পৌঁছে গেল সৌরলোকে। সেখান থেকে ক্রমে তা নক্ষত্রলোক ছাড়িয়ে দৃশ্যমান জগতের কিনারায় পৌঁছায়। তবু আমরা কতটুকু জানি? নক্ষত্রলোকের বিস্তৃত আলোচনা সম্পূর্ণ করতে হলে, নক্ষত্রের পরিচয়ও দেওয়া আবশ্যক। সেই জন্য সমগ্র মহাকাশ যে ৮৮ টি তারামণ্ডলে সিক্ত তাদের পরিচয়ও এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বইটিতে আধুনিক জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে একটি পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। আমাদের জানার জগতের সাথে হাতে কলমে শেখার জগৎ মিলিয়ে দেবার প্রচেষ্টা এই বই।