

শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » গাণিতিক জ্যোতির্বিজ্ঞান - আবু সালেহ মো. নুরুজ্জামান
গাণিতিক জ্যোতির্বিজ্ঞান - আবু সালেহ মো. নুরুজ্জামান
গাণিতিক জ্যোতির্বিজ্ঞান - আবু সালেহ মো. নুরুজ্জামান
প্রকাশক: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন
১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৩
পৃষ্ঠা সংখ্যা: ৩২৬
মূল্য: ৩৪০ টাকাগাণিতিক জ্যোতির্বিজ্ঞান বইটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের একটি মৌলিক ভিত্তি, যা বাংলা ভাষায় সহজতরভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এই বইটিতে ২২টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলি হলো: জ্যোতির্বিজ্ঞানের ক্রমবিকাশ, খ-গোলকের জ্যামিতি, খ-গোলকের স্থানাংক, মহাকর্ষ, সৌরজগত, গ্রহগতি, পৃথিবী, সমুদ্র, আকাশ এবং মরুভূমিতে নেভিগেশন, চন্দ্র, জোয়ার ভাটা, সূর্য, গোধূলি এবং প্রদোষকাল, দিগন্তের নতি, লম্বন, বার্ষিক লম্বন, অয়নচল ও অক্ষবিচলন, গ্রহণ ও চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সময় ও পঞ্জিকা, আলোকের প্রতিসরণ, আলো ও আলোকযন্ত্র, মানমন্দির। প্রতিটি অধ্যায়ে বিষয়গুলোকে সহজতরভাবে উপস্থাপনের পাশাপাশি উদাহরণের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখানো হয়েছে। বইটি জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী পাঠকদের কাছে সুখপাঠ্য হবে।