শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র স্মরণ উৎসব - ২০১৬
জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র স্মরণ উৎসব - ২০১৬
জনসাধারণের মাঝে জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং আকাশ দেখার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে সৌখিন জ্যোতির্বিদদের সংগঠন “দ্য স্টারগেজার্স সোসাইটি অব বাংলাদেশ” এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় পালিত হয়েছে “জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র স্মরণ উত্সব - ২০১৬”। গত ১৯ শে আগস্ট, শুক্রবার দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে পরিচালিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে কেবলমাত্র পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞান তথা আকাশ দেখার বিভিন্ন বিষয়াদি নিয়ে কর্মশালার পাশাপাশি ছিল টেলিস্কোপ ব্যবহারের উপর হাতে কলমে প্রশিক্ষণ। সবশেষে ছিল টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখা। এছাড়াও বাঙালী জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্রের জীবন ও কাজের উপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ জাফর ইকবাল। স্কুল, কলেজের শিক্ষার্থীসহ ও বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।