বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » বাংলা একাডেমি প্রবর্তিত ‘হালিমা-শরফুদ্দীন’ বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন বিজ্ঞান বক্তা আসিফ
বাংলা একাডেমি প্রবর্তিত ‘হালিমা-শরফুদ্দীন’ বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন বিজ্ঞান বক্তা আসিফ
বাংলা একাডেমি প্রবর্তিত ‘হালিমা-শরফুদ্দীন’ বিজ্ঞান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ। ১৪২০-২১ বঙ্গাব্দের জন্য তিনি এই পুরস্কার লাভ করতে যাচ্ছেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৩৮তম বার্ষিক সভায় এই পুরস্কার দেওয়া হবে। প্রখ্যাত বিজ্ঞানব্যক্তিত্ব আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীনের জননী হালিমা শরফুদ্দীনের নামে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
মৌলিক জ্ঞানের চর্চা এবং সাধারণের মাঝে তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালের ১৯ মে আসিফ এর উদ্যোগে ডিসকাশন প্রজেক্ট এর কার্যক্রম শুরু হয়। মহাবিশ্বের সৃষ্টি থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জ্যামিতি-শাস্ত্র, পদার্থবিদ্যা, বহির্জাগতিক প্রাণ প্রভৃতি বিজ্ঞান ও সভ্যতা সংশ্লিষ্ট বিষয়ের উপর পেশাদারী বিজ্ঞান বক্তৃতার আয়োজন করাই ছিল এই সংস্থার প্রধান কাজ। বিজ্ঞান বক্তৃতার পাশাপাশি তিনি বাংলা ভাষায় বেশ কিছু মৌলিক বই রচনা এবং সম্পাদনা করেছেন। তার রচিত উল্লেখোগ্য বইয়ের মধ্যে রয়েছে: কার্ল সাগান-এক মহাজাগতিক পথিক, মহাজাগতিক আলোয় ফিরে দেখা, ইউক্লিড ও এলিমেন্টস, ভবিষ্যতে যাওয়া যাবে-যাবে না পিছন ফেরা, বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে, পৃথিবীর মহাজাগতিক ভাষা প্রভৃতি। এছাড়া ডিসকাশন প্রজেক্ট থেকে প্রকাশিত বিজ্ঞান জার্নাল মহাবৃত্ত’র সম্পাদনা করেন আসিফ।
বাংলাদেশের বিজ্ঞান চর্চা ও মৌলিক জ্ঞানের বিকাশে ডিসকাশন প্রজেক্টের অগ্রণী কর্মসঞ্চালনের ধারাবাহিকতায় এই পুরস্কার লাভ বিজ্ঞান বক্তা ও লেখক আসিফের প্রতি যথাযথ মূল্যায়ণ হিসেবেই দেখছেন দেশের সমসাময়িক বিজ্ঞানঘনিষ্ঠজনেরা।
০৮ অক্টোবর, ২০১৫