বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » নিউট্রিনোসমূহের ভরের অস্তিত্ব তাত্ত্বিকভাবে এই আবিষ্কারের জন্য ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
নিউট্রিনোসমূহের ভরের অস্তিত্ব তাত্ত্বিকভাবে এই আবিষ্কারের জন্য ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
পদার্থের নিউট্রিনোসমূহের ভরের অস্তিত্ব তাত্ত্বিকভাবে এই আবিষ্কারের জন্য ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই পদার্থবিজ্ঞানী, কানাডার আর্থার বি ম্যাকডোনাল্ড ও জাপানের তাকাকি কাজিতা।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষুদ্র কণার একেবারে ভেতরের ক্রিয়াকর্ম কীভাবে সম্পন্ন হয়, কাজিতা ও ম্যাকডোনাল্ড তার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। তা ছাড়া তাদের এই আবিষ্কারের ফলে মহাবিশ্বের গঠন সম্পর্কে মানুষের ধারণাও পরিষ্কার হবে। উল্লেখ্য, নিউট্রিনো মৌলিক কণিকা। কিন্তু এই কণার আচরণ নিয়ে এতোদিন স্পষ্ট কোনো ধারণা ছিল না।