বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » কোয়ান্টাম সিস্টেম নিয়ন্ত্রণ ও পরিমাপ সংক্রান্ত গবেষণায় ২০১২ সালে পদার্থবিদ্যায় নোবেল
কোয়ান্টাম সিস্টেম নিয়ন্ত্রণ ও পরিমাপ সংক্রান্ত গবেষণায় ২০১২ সালে পদার্থবিদ্যায় নোবেল
কোয়ান্টাম অপটিক্সে আলোকরশ্মি এবং পদার্থের মধ্যে পারস্পরিক ক্রিয়ার উপর গবেষণার জন্য ২০১২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পেয়েছেন ফ্রান্সের সার্গেই হ্যারশ এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। তারা দেখিয়েছেন যে, একক কোয়ান্টাম কণিকাগুলিকে বিনষ্ট না করেও সেগুলোকে নিরীক্ষণ করা সম্ভব। যার মাধ্যমে কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে নতুনভাবে পরীক্ষা চালানোর সুযোগ সৃষ্টি হলো।
তারা দুইজন আলাদাভাবে কাজ করলেও, অতি ক্ষণভঙ্গুর কোয়ান্টাম সিস্টেম নিয়ন্ত্রণ করতে এবং তার পরিমাপ নিতে সমর্থ হয়েছেন। এর আগে ভাবা হতো যে, এই কোয়ান্টাম স্টেট সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাদের এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে নতুন সুপার ফাস্ট কম্পিউটার এবং বর্তমানের সিজিয়াম ভিত্তিক আণবিক ঘড়ির চেয়েও সঠিক ঘড়ি তৈরি করা সম্ভব হবে।
সার্গেই হ্যারশ অণুকে একটি ফাঁদের মধ্য দিয়ে পাঠিয়ে ফোটনকে নিয়ন্ত্রণ ও পরিমাপ করতে সমর্থ হয়েছেন, অন্যদিকে ডেভিড ওয়াইনল্যান্ড বৈদ্যুতিক চার্জ যুক্ত আয়নকে ধরে, আলোককণিকা বা ফোটনের মাধ্যমে সেই আয়নগুলোকে নিয়ন্ত্রণ ও পরিমাপ করেছেন।
সার্গেই হ্যারশ (Serge Haroche)
সার্গেই হ্যারশ প্যারিসের Collège de France এর অধ্যাপক। তিনি ক্যাসাব্লাঙ্কা, মরক্কোতে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন।
ডেভিড জে. ওয়াইনল্যান্ড (David J. Wineland)
ডেভিড ওয়াইনল্যান্ড যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি ও কলোরাডো বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি ১৯৪৪ সালে মার্কিণ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।