

বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » নোবেল পুরষ্কার: চিকিৎসা » স্টেম সেল গবেষণায় ২০১২ সালে চিকিৎসায় নোবেল জয়
স্টেম সেল গবেষণায় ২০১২ সালে চিকিৎসায় নোবেল জয়
প্রাপ্তবয়স্ক কোষকে বিভিন্ন অঙ্গে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার পদ্ধতি আবিষ্কারের জন্য ২০১২ সালে চিকিৎসায় নোবেল পুরষ্কার লাভ করেছন স্টেম সেল গবেষক ব্রিটেনের স্যার জন গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকা। তাদের এই মানবদেহের অনেক জটিল রোগ নিরাময়ে সাহায্য করতে পারবে।
গবেষকদ্বয় এমন একটি প্রাথমিক স্টেম সেল তৈরি করতে চলেছেন, যার কর্মপ্রক্রিয়া তারা নিজেদের মতো করে নির্ধারণ করে দেবেন। তাদের এ গবেষনার উদ্দেশ্যে হচ্ছে, প্রাপ্তবয়স্ক কোষ থেকে এসব স্টেম সেল তৈরি করা, যারা ভিন্ন ভিন্ন পরিবেশেও কাজ করতে সক্ষম হবে।
স্যার জন বি. গার্ডন (Sir John B. Gurdon)
স্যার জন বি. গার্ডন ১৯৩৩ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজে গার্ডন ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন।
শিনিয়া ইয়ামানাকা (Shinya Yamanaka)
শিনিয়া ইয়ামানাকা ওসাকা, জাপানে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এবঙ মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোর গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটে যুক্ত রয়েছেন।
বিষয়: #চিকিৎসাবিজ্ঞান #চিকিৎসাশাস্ত্র #নোবেল