

মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নোবেল পুরষ্কার: চিকিৎসা » ২০১১ সালে চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জুলস হফম্যান, ব্রুস বাটলার এবং রাল্ফ স্টেইনম্যান
২০১১ সালে চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জুলস হফম্যান, ব্রুস বাটলার এবং রাল্ফ স্টেইনম্যান
মানব শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, কানাডার রাল্ফ স্টেইনম্যান ও লুক্সেমবার্গের বংশোদ্ভূত ফরাসি নাগরিক জুলস হফম্যান। গত ৩ অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি নোবেল বিজয়ী হিসেবে এ তিনজনের নাম ঘোষণা করে।
এই তিন বিজ্ঞানী ভবিষ্যতের চিকিৎসায় এক অন্য ধরণের যুগান্তর এনেছেন৷ মানবশরীরের রোগ প্রতিরোধক ক্ষমতার সম্পূর্ণ ব্যাখ্য চিকিৎসাবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকেই তিনজন বিজ্ঞানী তাঁদের গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন যা ক্যান্সার, হাঁপানি এবং রিউমাটয়েড আর্থারাইটিস সহ বেশ কিছু জন্মগত অসুখের প্রতিরোধক গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে৷
পুরস্কারের মোট অর্থ এক কোটি সুইডিশ ক্রোনার (১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর অর্ধেক অর্থ পাবেন ব়্যাল্ফ স্টাইনমান৷ রোগ প্রতিরোধক ক্ষমতার যেদিকটি নিয়ে তিনি গবেষণা করেছেন, তা হল মানবশরীরে বাইরে থেকে হামলা চালানো ক্ষতিকারক ভাইরাস এবং বীজাণুদের চিহ্ণিত করে তাদের প্রতি আক্রমণ চালায় যেসব কোষ, তাদের নিয়ে৷ সদ্য সন্ধান পাওয়া এই কোষগুলিকে বলা হয় ডাইডেনট্রিক সেল৷
বাকি অর্ধেক অর্থ বয়েটলার এবং হফমানের মধ্যে দুইভাগে ভাগ করে দেওয়া হবে৷ কারণ, তাঁরা দু’জনে মিলে রিসেপটর প্রোটিনের কার্যকারীতা আবিস্কার করেছেন৷ যে প্রোটিন মানবশরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কাজ করে থাকে৷
বিষয়: #চিকিৎসাবিজ্ঞান #চিকিৎসাশাস্ত্র #নোবেল