

শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » নোবেল পুরষ্কার: চিকিৎসা » ২০১০ সালে চিকিৎসায় নোবেল পেয়েছেন টেস্টটিউব বেবির জনক রবার্ট জি. এডওয়ার্ড
২০১০ সালে চিকিৎসায় নোবেল পেয়েছেন টেস্টটিউব বেবির জনক রবার্ট জি. এডওয়ার্ড
টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। ইন ভিটরো ফার্টিলাইজেশন প্রযুক্তি উন্নয়নের জন্য তিনি এই পুরষ্কার লাভ করেন। এই পদ্ধতির মাধ্যমে প্রায় ৪০ লাখ শিশুর জন্ম সম্ভব হয়েছে এবং তার অবদান বিশ্বের ১০ শতাংশেরও বেশি দম্পতির বন্ধ্যাত্ব দূর করেছে।
রবার্ট জি এডওয়ার্ড
তিনি ১৯২৫ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বাঙ্গোরের ওয়েলস বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন। ১৯৫৫ সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৫৮ সালে লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্স-এ বিজ্ঞানী হিসেবে যোগদান করেন এবং সেখানে মানব ভ্রুনের উর্বরতা নিয়ে কাজ করেন। ১৯৬৩ সালে প্রথমে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এবং পরে পৃথিবীর প্রথম আইভিএফ সেন্টার বুয়র্ণ হল ক্লিনিকে কাজ করেন। সেখানে তিনি প্যাট্রিক স্টেপটো’র সঙ্গে যৌথভাবে কাজ করেন। এখানে এডওয়ার্ড রিসার্চ পরিচালক হিসেবে বহু বছর কাজ করেন এবং এছাড়া তিনি মানব ভ্রুনের উর্বরতা বিষয়ে বেশ কিছু বিজ্ঞান জার্নালের সম্পাদকের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর।
তিনি মানবদেহের বাইরে ডিম্বাণু নিষিক্ত করার কৌশল উদ্ভাবন করেন, পরে ওই ডিম্বাণু জরায়ুতে স্থানান্তর করে ভ্রুন জন্মানো হয়। ১৯৭৮-এর ২৫ জুলাইয়ে এই পদ্ধতিতে জন্ম নেওয়া ব্রিটেনের লুইস ব্রাউন-ই সর্বপ্রথম টেস্ট টিউব বেবি।
বিষয়: #চিকিৎসাবিজ্ঞান #চিকিৎসাশাস্ত্র #নোবেল