মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » লেজার পদার্থবিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারের জন্য ২০১৮ সালে পদার্থবিদ্যায় নোবেল
লেজার পদার্থবিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারের জন্য ২০১৮ সালে পদার্থবিদ্যায় নোবেল
লেজার পদার্থবিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারের জন্য ২০১৮ সালে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার লাভ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জেরার্ড মৌরু এবং কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। অত্যন্ত সূক্ষ্ম বস্তু এবং অবিশ্বাস্য দ্রত পদ্ধতিগুলো এই আবিষ্কারের ফলে আলোর মুখ দেখলো। নোবেল পুরষ্কারের অর্ধেক পাবেন আর্থার আশকিন এবং বাকি অর্ধেক পাবেন যৌথভাবে জেরার্ড মৌরু ও ডোনা স্ট্রিকল্যান্ড।
আর্থার আশকিন সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স’ আবিষ্কার করেছেন, যার লেজার বীম দিয়ে অতি ক্ষুদ্র অনুজীব, পরমাণু ও ভাইরাসকে ধরা সম্ভব হবে। এই নতুন উপকরণ আশকিনকে বিজ্ঞান কল্পকাহিনীর পুরোনো স্বপ্নকে দেখার অনুভূতি এনে দেবে - যেখানে আলোর বিকীরণ চাপ দিয়ে বস্তুর সরণ ঘটানো সম্ভব। তিনি লেজার রশ্মি দিয়ে ক্ষুদ্র কণাকে চাপ প্রয়োগ করে বীমের কেন্দ্রস্থলে সরিয়ে নিতে এবং সেখানে তাদেরকে ধরে ফেলতে সফল হন। এই অভূতপূর্ব সাফল্যটি আসে ১৯৮৭ সালে, যখন তিনি টুইজার্স দিয়ে জীবন্ত ব্যাকটেরিয়াকে কোনরকম আঘাত না দিয়েই ধরে ফেলতে সক্ষম হন।
অন্যদিকে, জেরার্ড মৌরু ও ডোনা স্ট্রিকল্যান্ড ছোট ও তীব্র ‘লেজার পালস’ তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে৷