

বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:রসায়ন » বিবর্তনের ক্ষমতাকে নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবনের জন্য ২০১৮ সালে রসায়নে নোবেল
বিবর্তনের ক্ষমতাকে নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবনের জন্য ২০১৮ সালে রসায়নে নোবেল
বিবর্তনের ক্ষমতাকে নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবনের জন্য ২০১৮ সালে রসায়নে নোবেল পুরষ্কার লাভ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস হ্যামিলটন আর্নল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ পি. স্মিথ ও যু্ক্তরাজ্যের স্যার গ্রেগরী পি. উইন্টার। নোবেল পুরষ্কারের অর্ধেক পাবেন ফ্রান্সিস এইচ. আর্নল্ড এবং বাকি অর্ধেক পাবেন যৌথভাবে জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরী পি. উইন্টার।
এনজাইমের বিকাশের প্রক্রিয়া পরিচালনার জন্য ফ্রান্সিস হ্যামিলটন আর্নল্ড এবং পেপটাইড ও অ্যান্টিবডি ফাজ প্রদর্শনের জন্য জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরী পি. উইন্টার এই পুরষ্কারে ভূষিত হন। এ যাবৎকালে পঞ্চম নারী বিজ্ঞানী হিসেবে রসায়নের নোবেল পুরষ্কার পেলেন ফ্রান্সিস এইচ. আর্নল্ড।