শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:রসায়ন » বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতর যন্ত্র তৈরির জন্য ২০১৬ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরষ্কার
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতর যন্ত্র তৈরির জন্য ২০১৬ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরষ্কার
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতর যন্ত্র তৈরির জন্য ২০১৬ সালে রসায়নশাস্ত্রে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী- যুক্তরাজ্যের স্যার জে ফ্রেজার স্টোডার্ট, ফ্রান্সের জ্যঁ পিয়েরে সাভেজ এবং নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গা।
তারা তাদের গবেষণায় অণু সমতুল্য ক্ষুদ্রতম যন্ত্রের নকশা ও সংশ্লেষণ করেছেন। ন্যানো প্রযুক্তির ইতিহাসে এই গবেষণা নতুন একটি মাত্রা যুক্ত করেছে। তাদের অবদান রসায়নশাস্ত্রকে ভিন্নতর উচ্চতায় পৌঁছে দেবে।