মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » জ্বালানি সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরিতে সক্ষম নীল এলইডি উদ্ভাবনের জন্য ২০১৪ সালে পদার্থে নোবেল পুরষ্কার
জ্বালানি সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরিতে সক্ষম নীল এলইডি উদ্ভাবনের জন্য ২০১৪ সালে পদার্থে নোবেল পুরষ্কার
![]()
জ্বালানি সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরিতে সক্ষম নীল এলইডি উদ্ভাবনের জন্য ২০১৪ সালে পদার্থে নোবেল পেয়েছেন দুই জাপানি এবং একন জাপানি বংশদ্ভূত মার্কিন যথাক্রমে বিজ্ঞানী ইসামু আকাশাকি, হিরোশি আমানো ও সুজি নাকামুরা।
সবুজ এবং লাল এলইডি বেশ কয়েক বছর আগে থেকেই রয়েছে। নীল এলইডি বিজ্ঞানীদের একাডেমিক এবং শিল্পায়নে দীর্ঘমেয়াদি ঝুঁকিতে ফেলে দিয়েছিল। এই তিন বিজ্ঞানী বারংবার প্রচেষ্টায় সেটি সফল করেছেন।
১৯২৯ সালে জাপানের চিরানে জন্মগ্রহণকারী ইসামু আকাসাকি অধ্যাপনা করেন মেজিও বিশ্ববিদ্যালয়ে। হিরোশি আমানোর জন্ম ১৯৬০ সালে। তিনি রয়েছেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে। আর ১৯৫৪ সালে জাপানের ইকাতায় জন্মগ্রহণকারী শুজি নাকামুরা অধ্যাপনা করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার একটি বড় অংশ চলে যায় পৃথিবীকে আলোকিত করতে। এলইডি বাতি জ্বালানির পাশাপাশি কাঁচামালের চাহিদাও কমিয়ে আনতে পারে। কারণ একটি সাধারণ বাতি যেখানে গড়ে ১ হাজার ঘণ্টা আলো দেয়, সেখানে এলইডি বাতি আলো দিতে পারে এক লাখ ঘণ্টা।





লেজার পদার্থবিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারের জন্য ২০১৮ সালে পদার্থবিদ্যায় নোবেল
মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য ২০১৭ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার
পদার্থের আন্দোলিত অবস্থার দিশা দেওয়ার অবদানস্বরূপ ২০১৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
নিউট্রিনোসমূহের ভরের অস্তিত্ব তাত্ত্বিকভাবে এই আবিষ্কারের জন্য ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
কোয়ান্টাম সিস্টেম নিয়ন্ত্রণ ও পরিমাপ সংক্রান্ত গবেষণায় ২০১২ সালে পদার্থবিদ্যায় নোবেল
২০১১ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন সল পার্লমাটার, অ্যাডাম রিস এবং ব্রায়ান স্মিথ
২০১০ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন আঁন্দ্রে গেইম এবং কনস্ট্যানটিন নভোসেলভ 