বুধবার ● ২৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » উৎক্ষেপণের পরেই নাসা’র রসদবাহী রকেট বিস্ফোরণ
উৎক্ষেপণের পরেই নাসা’র রসদবাহী রকেট বিস্ফোরণ
মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র একটি রসদবাহী রকেট গত ২৮ অক্টোবর সন্ধ্যায় উৎক্ষেপণের পরই বিস্ফোরিত হয়েছে। অ্যান্টারেস নামের এই রকেটটি মনুষ্যবিহীন ছিল এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কর্মরত ছয়জন নভোচারীর জন্য রসদ এবং যন্ত্রাংশ ও গবেষণা কাজের ব্যবহৃত যন্ত্রপাতি বহন করছিল। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং এখনো পর্যন্ত দুর্ঘটনার কোন কারণ জানা যায়নি। নাসা’র স্পেস শাটল কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পর মহাকাশ স্টেশনে মালামাল পাঠানোর জন্য দুইটি বেসরকারী প্রতিষ্ঠান কাজ করত। ভার্জিনিয়া ভিত্তিক অরবিটাল সায়েন্স করপোরেশন অ্যান্টারেস পরিচালনা করছিল। চুক্তি অনুযায়ী এ কোম্পানীটি এর পূর্বে দুইটি সফল উৎক্ষেপন করতে পারলেও তৃতীয়টি বিধ্বস্ত হয়েছে।
অ্যান্টারেস প্রায় ২,২০০ কি.গ্রা. ওজনের রসদ বহন করছিল, এর মধ্যে নভোচারীদের মস্তিস্কে রক্ত সংবহন পরীক্ষা করার যন্ত্র ও বিশ্লেষক মিটার ছিল। এছাড়া ছিল কক্ষপথে মটরশুটি গাছের বেড়ে ওঠা এবং মহাকাশ ভ্রমনের সময় মানুষের শরীর রোগপ্রতিরোধ ব্যবস্থায় কি প্রতিক্রিয়া দেখায় সে সম্পর্কে পরীক্ষা করার যন্ত্রপাতি। আরও ছিল ৬০০ কেজির মতো খাদ্য।
সূত্র: বিবিসি
২৯ অক্টোবর, ২০১৪