শুক্রবার ● ১৪ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » ধূমকেতু পৃষ্ঠে নামল নভোযান রোসেটা
ধূমকেতু পৃষ্ঠে নামল নভোযান রোসেটা
পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ধূমকেতু জয় কবল মনুষ্যনির্মিত যান। পৃথিবী থেকে প্রায় ৫১ কোটি কিলোমিটার দূরের ৬৭পি বা চুরিয়মোভ-গেরাসিমেনকো সংক্ষেপে চুরি ধূমকেতুর পৃষ্ঠে ইউরোপীয়ান স্পেস এজিন্সী’র রোসেটা নভোযানের ফিলায়ে রোবটটি অবতরণ করে। বাংলাদেশ সময় ১২ নভেম্বর, ২০১৪ তারিখে রাত ৯টা ৩৫ মিনিটে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে। সাত ঘণ্টার শ্লো-মোশন অভিযান শেষে চুরির পৃষ্ঠে নেমে ড্রিলার দিয়ে খনন শুরু করে ফিলায়ে এবং ক্যামেরা দিয়ে ছবি তুলেছে।
জার্মানির ডার্মস্ট্যাড থেকে যে বিজ্ঞানী ও প্রকৌশলীরা রোসেটা এবং ফিলায়েকে নিয়ন্ত্রণ করছেন তারা এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। নিয়ন্ত্রণকক্ষে কর্মরত বিজ্ঞানীরা করতালি ও পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তটিকে উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুরি ধূমকেতুটির অন্যতম আবিষ্কারক ক্লিম চুরিয়মোভও। ইসা’র মহাসচিব জ্যাঁ জ্যাকেস ডরডেইন বলেছেন, ‘এটা মানবসভ্যতার জন্য বড় এক পদক্ষেপ।১৪ জুন, ২০১৫
সূত্র: ইউরোপীয়ান স্পেস এজিন্সী
বিষয়: #চুর ধূমকেতু #ফিলায়ে #রোসেটা