শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » ২০১০ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন আঁন্দ্রে গেইম এবং কনস্ট্যানটিন নভোসেলভ
২০১০ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন আঁন্দ্রে গেইম এবং কনস্ট্যানটিন নভোসেলভ
কার্বনের এক বিশেষ রূপ ‘গ্রাফিন’ নিয়ে গবেষণার জন্য পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন আঁন্দ্রে গেইম এবং কনস্ট্যানটিন নভোসেলভ।
আঁন্দ্রে গেইম
ডাচ নাগরিক আঁন্দ্রে গেইম এর জন্ম ১৯৫৮ সালে রাশিয়ার সাচিতে। রাশিয়ান একাডেমি অব সায়েন্স এর সলিড স্টেট অব ফিজিক্স ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
কনস্ট্যানটিন নভোসেলভ
ব্রিটিশ ও রাশিয়ার নাগরিক কনস্ট্যানটিন নভোসেলভ ১৯৭৪ সালে রাশিয়ার নিঝনি তাগিলে জন্মগ্রহণ করেন। নেদারল্যান্ডের রাডবাউন্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রয়েল সোসাইটির রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত।