মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নোবেল পুরষ্কার:পদার্থবিদ্যা » ২০১১ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন সল পার্লমাটার, অ্যাডাম রিস এবং ব্রায়ান স্মিথ
২০১১ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন সল পার্লমাটার, অ্যাডাম রিস এবং ব্রায়ান স্মিথ
পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন ব্রায়ান স্মিথ, অ্যাডাম রিস এবং সল পার্লমাটার। তাঁরা ‘টাইপ ওয়ানএ সুপারনোভা’ বিষয়ে গবেষণা করে দেখিয়েছেন যে, এই মহাবিশ্বের পরিধি শুধু বাড়ছেই না বরং এর গতিও নির্মমভাবে দ্রুততর হচ্ছে৷
সল পার্লমাটার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক, অ্যাডাম রিস জন হপকিন্স ইউনিভার্সিটির স্পেস টেলিস্কোপ সাইন্স ইন্সটিটিউটের অধ্যাপক এবং ব্রায়ান স্মিথ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক।
নোবেল পুরস্কারের প্রাপ্ত অর্থের অর্ধেক প্রদান করা হবে সল পার্লমাটারকে ৷ বাকি অর্থ পাবেন ব্রায়ান স্মিথ এবং অ্যাডাম রিস৷