রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মহাকাশে অ্যালকোহল ছড়ানো ধুমকেতু ‘লাভজয়’
মহাকাশে অ্যালকোহল ছড়ানো ধুমকেতু ‘লাভজয়’
ধুমকেতু ‘লাভজয়’ মহাকাশে অ্যালকোহল বা এক ধরনের চিনি ছড়িয়ে বেরাচ্ছে। আশ্চর্যজনক হলেও একটি আন্তর্জাতিক গবেষক দল এমনটিই পর্যবেক্ষণ করেছেন। এই প্রথমবারের মতো কোন ধুমকেতুতে ইথাইল অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। ইথাইল অ্যালকোহল বাজারে প্রচলিত অ্যালকোহলযুক্ত পানীয়ের অন্যতম উপাদান। এই আবিস্কারের মাধ্যমে ধারণা করা যাচ্ছে ধুমকেতুটি এমন কোন জৈব অনুর উৎস হতে পারে যা কিনা প্রাণের উৎপত্তির জন্য অত্যাবশ্যকীয়। গত ২৩ অক্টোবর বিজ্ঞান জার্নাল সায়েন্স এডভান্স-এ এই সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
নিবন্ধের প্রধান লেখক ফ্রান্সের প্যারিস অবজারভেটরির গবেষক নিকোলাস বাইভার বলেন, আমরা দেখতে পেয়েছে এই ধুমকেতুটি সবচেয়ে সক্রিয় থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে মহাকাশে ৫০০ বোতল পরিমাণ ওয়াইন মহাকাশে নির্গত করছে। তারা দাবি করছেন ইথাইল অ্যালকোহল, গ্লাইকোলাইডিহাই ও সাধারণ চিনি সহ ২১ ধরনের বিভিন্ন অনু গ্যাসীয় অবস্থায় ধুমকেতুটি থেকে নির্গত হচ্ছে।
ধুমকেতু ‘লাভজয়’ বৈজ্ঞানিকভাবে C/2014 Q2 নামে তালিকাভুক্ত। ১৯৯৭ সালের হেলবপ ধুমকেতুর পরে এটিই এযাবৎকালের সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু। এটি গত ৩০ জানুয়ারি, ২০১৫ তারিখে পৃথিবীরে কাছাকাছি অবস্থানে এসেছিল, যখন এটি প্রতি সেকেন্ডে প্রায় ২০ টন পানি নির্গত করেছে।
বিজ্ঞানীরা বেতার টেলিস্কোপ ব্যবহার করে ধুমকেতুটির মাইক্রোওয়েভ উজ্জ্বলতা পর্যবেক্ষণ করেছেন। সহ-গবেষক ডমিনিক বোকলি-মরভ্যান জানান, তাদের পরবর্তী পদক্ষেপ হলো আদিম মেঘমালা থেকে উদ্ভুত জৈব উপকরণসমূহ ধুমকেতুতে বিদ্যমান কিনা তা খুঁজে বের করা।
২৫ অক্টোবর, ২০১৫
সূত্র: নাসা