শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » অনুষ্ঠিত হল ‘একাদশ তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০১৬’
অনুষ্ঠিত হল ‘একাদশ তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০১৬’
রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গত ১ এপ্রিল অনুষ্ঠিত হয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞানের প্রতিযোগিতা ‘১১তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৬’। এই অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ ১৫০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। ১১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অনীক ধর, দ্বিতীয় হয়েছে একই কলেজের ফাইরুজ ইশরাক। তৃতীয় রাজশাহী কলেজের মো. মাহমুদুন্নবী। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হাসিবুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে দেওয়ান আসিফুর রহমান (এসওএস হারম্যান মেইনার স্কুল) ও এস এম তৌফিকুজ্জামান (বগুড়া জিলা স্কুল)।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশে বিজ্ঞানের চর্চা আরও বাড়বে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাদুঘরের কিউরেটর কাজী হাসিবুদ্দিন আহমেদ ও সুকল্যাণ বাছার।
জ্যোতির্বিজ্ঞানের এ আয়োজন সম্পর্কে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন প্রথম আলোকে বলেন, জ্যোতির্বিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের শিক্ষার্থীরা যাতে ভালো করতে পারে সে জন্য এ আয়োজন করা হয়েছে।
নির্বাচিতদের মধ্য থেকে সিনিয়র গ্রুপ থেকে প্রথম তিনজন ও জুনিয়র গ্রুপ থেকে প্রথম দুজন চলতি বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় দশম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। নির্বাচিত প্রতিযোগীদের যে কেউ চাইলে নির্দিষ্ট ফি পরিশোধ করে এ বছর বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।