সোমবার ● ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » স্থানীয় বিজ্ঞান সংবাদ » সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ১৫তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ১৫তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব
ইতিহাসের নানাবিধ উপাদান এবং সংগ্রহ নিয়ে প্রতি বছরই কলকাতার বড়িশার ‘বড়বাড়ি’তে নিয়মিতভাবে ইতিহাস উৎসবের আয়োজন করে থাকে সাবর্ণ পরিবার। এর গন্ডি কলকাতা ছাড়িয়ে বিস্তৃত হয়েছে দেশে-বিদেশের বাঙালীদের মনে-প্রাণে। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ১৫তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব নির্ধারিত হয়েছে ২-৫ ফেব্রুয়ারি ২০২০। অন্যান্য বছরের ধারাবাহিকতায় এ বছরের থিম দেশ ফ্রান্স। ফ্রান্স সরকারের সহায়তায় থাকছে ভারত-ফ্রান্স সম্পর্কের ইতিহাস নিয়ে প্রদর্শনী। বিশেষ প্রদর্শনের মধ্যে রয়েছে কালীঘাটের ইতিহাস এবং মা সারদাদেবী। বিভিন্ন দেশীয় রাজ্য থেকে পাওয়া উপহারের সঙ্গে প্রদর্শিত হবে বহু প্রাচীন ঘটির সংগ্রহ। রেট্রোস্পেক্টিভ বিভাগে সঙ্গীতশিল্পী শ্যামল মিত্র এবং জন্মশতবর্ষে অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে থাকছে প্রদর্শনী। রয়েছে কলকাতা নিয়েও আলোচনা। এছাড়া রীতি অনুযায়ী উৎসবমঞ্চে প্রকাশ করা হবে হাতে লেখা পত্রিকা ‘সপ্তর্ষি’ এর নতুন সংখ্যার।
পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী জানান, ‘সারাবছরই আমাদের সাবর্ণ সংগ্রহশালায় ইতিহাস চাক্ষুষ করতে পারেন সাধারণ মানুষ। বাৎসরিক উৎসবে আমরা নতুন কিছু আনতে চাই। কালীঘাটের জন্মলগ্ন থেকে সাবর্ণরা যেভাবে জড়িয়ে আছেন, সেই ইতিহাসই দেখাব আমরা।” ইতিহাসপ্রেমীদেরকাছে জনপ্রিয় হয়ে ওঠা ইতিহাস ও ঐতিহ্যের এই আয়োজনে আপনিও শামিল হোন। প্রদর্শনীর সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।