বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৪
প্রথম পাতা » মহাকাশ ও মহাবিশ্ব » বিশ্ব পরিচয় - রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্ব পরিচয় - রবীন্দ্রনাথ ঠাকুর
![]()
তাম্রলিপি কর্তৃক প্রকাশিত বাংলা অনুবাদ সংস্করণ সম্পাদনা
বাংলা সংস্করণ সম্পাদনা: আসিফ
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৪
মূল্য: ১৩৫ টাকা
পৃষ্ঠা: ৮৮
প্রচ্ছদ: যোয়েল কর্মকার
ISBN: 984-70096-0241-2
বায়োফিজিক্সের জনক জগদীশচন্দ্র বসু, ভারতবর্ষে রসায়নশাস্ত্র বিকাশের পথিকৃৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জ্যোতির্বিজ্ঞানের পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, জ্যোতির্পদার্থবিজ্ঞানের জনক মেঘনাদ সাহা, বসু-আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্বের জনক সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিজ্ঞানের পুরোধাদের নিয়ে রবীন্দ্রনাথ এই বাংলায় গড়ে তুলতে চেয়েছেন একটি কল্যাণকর বৈজ্ঞানিক জীবনদর্শন। তাদের চলার পথে নানা বাধাবিঘ্ন দরিদ্রতা কষ্টকর সর্পিল পথ অতিক্রমে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন। তিনি চেয়েছেন ভারতবর্ষকে বিজ্ঞানের আলোয় ভরিয়ে দিতে। জগদীশের প্রেরণাতেই রবীন্দ্রনাথ বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে লিখেছিলেন বিজ্ঞানভিত্তিক গ্রন্থ- ‘বিশ্ব-পরিচয়’।
রবীন্দ্রনাথ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সঙ্গে সে-সময়কার বৈজ্ঞানিক ধারণাগুলোকে আত্তীকরণের মাধ্যমে প্রাঞ্জলভাবে উপস্থাপনের সর্বোত্তম চেষ্টা করেছেন। বর্ণনার যেসব জায়গায় সন্দেহ বা স্পষ্টতার অভাব রয়ে গেছে সেগুলো তিনি নিজে পাঠককে অবহিত করেছেন। কোথাও কোথাও সংকটবোধ করে নিঃসঙ্কোচে বলেছেন- ‘নিশ্চয় বিজ্ঞানীরা এর সমাধান করবেন। যদিও সৌরজগৎ সৃষ্টির ধারণায় কিছু পরিবর্তন ঘটেছে তাতে এই বইটি পড়তে কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। বাংলার জল-হাওয়া থেকে একটা বিজ্ঞানের বই কেমনভাবে লেখা হতে পারে তার প্রাথমিক পাঠ হিসেবে এই গ্রন্থ বিবেচিত হবে।





মহাকর্ষ - তৌহিদুর রহমান উদয়
বিগ-ব্যাং থেকে আজকের পৃথিবী - অনন্ত নিগার
মেসিয়ের তারকাপুঞ্জ আবিষ্কারের ইতিকথা - শরীফ মাহমুদ ছিদ্দিকী
গাণিতিক জ্যোতির্বিজ্ঞান - আবু সালেহ মো. নুরুজ্জামান
The search for extra terrestrial life in the Universe - Obaidur Rahman
ব্ল্যাকহোল - শিশিরকুমার ভট্টাচার্য
মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে - অভিজিৎ রায় ও ফরিদ আহমেদ
শূন্য থেকে মহাবিশ্ব - অভিজিৎ রায় ও মীজান রহমান
মহাকাশের নক্ষত্র-পরিচয় - সৌমেন সাহা 