মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: বিশ্ব পরিক্রমা » প্রথমবারের মতো সৌরবিমানের বিশ্ব ভ্রমন
প্রথমবারের মতো সৌরবিমানের বিশ্ব ভ্রমন
প্রথমবারের মতো বিশ্ব ভ্রমন সম্প্ন্ন করল সৌরবিমান ‘সোলার ইমপালস’। বিমানটি সংযুক্ত আমিরাতের রাজধানী আবুধাবিতে ২৬ জুলাই সকালে অবতরণের মধ্যে দিয়ে সফল ভ্রমন সম্পন্ন করল। গত বছরের ৯ মার্চ এই বিমানবন্দর থেকেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে ‘সোলার ইমপালস’ যাত্রা শুরু করে। বিশ্বভ্রমণের ৪২ হাজার কিলোমিটার (২৬ হাজার ৯৭ মাইল) পথ পাড়ি দিতে বিমানটি পরিচালনা করেন সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্দ্রে বোর্শবার্গ।
সতেরো ধাপের এই ভ্রমণে বিমানটি চারটি মহাদেশ, তিনটি সাগর ও দুইটি মহাসাগর পাড়ি দিয়েছে। একটি গাড়ির সমান ওজনের সোলার ইমপালস ২ বিমানে বোয়িং ৭৪৭ বিমানের সমান পাখা যুক্ত করা হয়েছে। বিমানের ব্যাটারিচালিত ৪টি ইঞ্জিন নির্ভর করে এই পাখায় বসানো ১৭ হাজার সৌরকোষের উপর।
এক নজরে সোলার ইমপালস-২
ডানার বিস্তার: ৭২.৩ মিটার
দৈর্ঘ্য: ২২.৪ মিটার
ওজন: ২৩০০ কেজি
গড় গতিবেগ: ঘণ্টায় ৭০ কিলোমিটার
সর্বোচ্চ অবস্থান: ৮৫০০ মিটার
কার্বন তন্তু: ৮০%
দূরত্ব: ৩৫০০০ কিলোমিটার
উড়োজাহাজটির ২৭০ বর্গমিটার ডানা এবং কাঠামোজুড়ে ১৭০০০টি সৌরকোষ ছড়িয়ে আছে। এসব সৌরকোষের পুরুত্ব ৩৫ মাইক্রন
পাখা বা প্রপেলারের ব্যাস: ৪ মিটার
চালিকাশক্তি: ৪টি বৈদ্যুতিক ইঞ্জিন
চালকের বসার জায়গা বা ককপিট: ৩.৮ ঘনমিটার
২৬ জুলাই, ২০১৬
সূত্র: বিবিসি