বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » বিদায় ফিলে
বিদায় ফিলে
‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র রোসেটা মিশনের অংশ হিসেবে রোবটিক স্পেস প্রোব ‘রোসেটা’ এর অবরতরন মডিউল ফিলে’র সাথে ধূমকেতু 67P/Churyumov-Gerasimenko (67P) এর ওপর গত নভেম্বর ১২ , ২০১৪ তারিখে অবতরন করে এবং সফলভাবে পৃথিবীতে তথ্য আদান-প্রদান করতে থাকে।
রোবটযানটি সৌরবিদ্যুত চালিত হওয়ায় সূর্যের আলো থেকে বেশি দূরে চলে যাওয়ার কারণে একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে আবারো সরব হয়ে ওঠে ফিলে। কিন্তু সূর্য থেকে ৫০ কোটি কি.মি পথ পাড়ি দেয়ার এ পর্যায়ে ফিলের জন্য বিদ্যুত যোগান দেয়াটা রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়েছে। একারণে মহাকাশযান রোজেটা থেকেই ফিলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে ফিলের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়বে। মিশন শেষ হওয়া পর্যন্ত জ্বালানি বাঁচাতে এর পাওয়ার বন্ধ রাখা হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের ব্লগের পোস্টে শিরোনাম দিয়েছে: “ফেয়ারওয়েল: নিশব্দ ফিলে”।
২৮ জুলাই, ২০১৬
সূত্র: ইনডিপেন্ডেন্ট, যুক্তরাষ্ট্র