শনিবার ● ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » পৃথিবীর নিকটতম পাথুরে এক্সোপ্লানেট এর সন্ধান
পৃথিবীর নিকটতম পাথুরে এক্সোপ্লানেট এর সন্ধান
জ্যোতির্বিজ্ঞানীরা নাসা’র স্পিটজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর নিকটতম পাথুরে গ্রহের সন্ধান নিশ্চিত করেছেন। পৃথিবী থেকে ২১ আলোকবর্ষ দূরে অবস্থিত এইচডি ২১৯১৩৪বি নামে অভিহিত গ্রহটি এর নক্ষত্রের এতো কাছে অবস্থান করছে যে এতে প্রাণের কোন সম্ভাবনা নেই।
ক্যাসিওপিয়া নক্ষত্রমন্ডলীতে এর অবস্থান। কিন্তু টেলিস্কোপেও গ্রহটিকে ভালোভাবে সনাক্ত না গেলেও অন্ধকার আকাশে নক্ষত্রটিকে ধ্রুবতারার কাছেই খালি চোখেই সনাক্ত করা যায়।
ক্যালিফোর্ণিয়ার স্পিটজার মিশনের প্রকল্প বিজ্ঞানী মিখায়েল ওয়ের্নার বলেন, আগামী দশকে এই এক্সোপ্লানেটটি অধিক গবেষণায় পরিণত হতে পারে এর বৈশিষ্ট্যগত কারণে। এইচডি ২১৯১৩৪বি পৃথিবী থেকে সাড়ে চার গুণ ভারী এবং নক্ষত্রকে মাত্র তিন দিনে প্রদক্ষিণ করে। গ্রহটি পৃথিবী থেকে আকারে ১.৬ গুণ বড়। আয়তন ও ওজনের হিসেবে এটির ঘনত্ব ৩.৫ আউন্স/ঘন ইঞ্চি, যা নিশ্চিতভাবে প্রমান করে এটি একটি পাথুরে গ্রহ। অনুজ্জ্বল নক্ষত্ররশ্মির রাসায়নিক তথ্য বের করার জন্য বিজ্ঞানীরা লক্ষ্যস্থির করেছেন। যদি গ্রহটির আবহাওয়ামন্ডল থাকে তবে শোষিত রশ্মির অস্তিত্ব পাওয়া যাবে।
০১ আগস্ট, ২০১৫
১৭ শ্রাবণ, ১৪২২
সূত্র: নাসা