বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » সৌরজগতের বাইরে অরোরার সন্ধান
সৌরজগতের বাইরে অরোরার সন্ধান
বিজ্ঞানীরা প্রথমবারের মতো সৌরজগতের বাইরে মেরুপ্রভা বা অরোরার সন্ধান পেয়েছেন। পৃথিবী থেকে ১৮ আলোকবর্ষ দূরে বীণা (Lyra) নক্ষত্রপুঞ্জের এক বামন নক্ষত্রকে ঘিরে এই অরোরা’র সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এই অনুসন্ধানের তথ্য বিজ্ঞান জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই অরোরা’র উজ্জ্বলতা অনেকটাই উত্তর মেরুর প্রভার মতোই, কিন্তু উজ্জ্বলতা কোটি গুণ বেশি ও তুলনামূলক অধিক লাল। ইউনিভার্সিটি অব শেফিল্ড-এর জ্যোতির্বিজ্ঞানী ড. স্টুয়ার্ট লিটলফেয়ার জানান, আমরা প্রথমবারের মতো সৌরজগতের বাইরে এবং একটি বাদামী বামন নক্ষত্রকে ঘিরে অরোরা’র সন্ধান পেয়েছি। বিজ্ঞানীরা অত্যন্ত লম্বা বিস্তারের বেতার টেলিস্কোপ এবং হেল এন্ড কেক অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে এলএসআর জে১৮৩৫ নামের নক্ষত্রের চারপাশে অরোরা খুঁজে পেয়েছেন।
পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহেও অরোরা দেখতে পাওয়া যায়। পৃথিবীতে দৃশ্যমান প্রায় সকল অরোরাই চার্জিত সৌর কণা বায়ুমণ্ডলে ঢুকে পড়ার কারণে সৃষ্টি হয়। পৃথিবীর ক্ষেত্রে চার্জিত ইলেক্ট্রন বায়ুমণ্ডলের অক্সিজেন পরমাণুকে আঘাত করায় অরোরা সবুজ রঙের হয়ে থাকে। তবে সদ্য আবিস্কৃত সৌরজগতের বাইরের এই অরোরার রঙ লাল হওয়ার কারণ সম্পর্কে ড. লিটলফেয়ার জানান, এই নক্ষত্রের ক্ষেত্রে চার্জিত কণা সেখানকার বায়ুমণ্ডলের হাইড্রোজেন কণাকে আঘাত করায় লাল রঙ প্রতীয়মান হয়। তবে নক্ষত্র হওয়ার জন্য প্রয়োজনীয় আয়তনের তুলনায় এটি অত্যন্ত ছোট আবার গ্রহের তুলনায় অত্যন্ত ভারী। বিজ্ঞানীরা নক্ষত্রটির তড়িৎ ঘূর্নন ও আলোর তারতম্য পর্যবেক্ষণে রেখেছেন। যদিও বিজ্ঞানীরা এর আলোক উৎস নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। কারণ এর আশেপাশে সূর্য সদৃশ অন্য কোন নক্ষত্র নেই যা চার্জিত কণার সৃষ্টি করতে পারে।
ড. লিটলফেয়ার এর মতে, নক্ষত্রটির পৃষ্ঠতলে সম্ভবত ধাতুর অস্তিত্ব রয়েছে যা নিজের ইলেকট্রন তৈরি করে। এছাড়া আরেকটি সম্ভাবনাকেও বিজ্ঞানীরা নাকচ করে দিচ্ছেন না, সেটি হলো নক্ষটির আশেপাশে কোন গ্রহ বা উপগ্রহ থাকতে পারে যা আলোক উৎপাদনে কণা উৎক্ষেপণ করছে। বৃহষ্পতি গ্রহের ক্ষেত্রে যেমনটি ঘটে থাকে। উপগ্রহ আইও তে এমন অনেক আগ্নেয়গিরি রয়েছে, যেখান থেকে চার্জিত কণা নির্গত হয়ে বৃহস্পতির অরোরা সৃষ্টি করে।
তবে এই আবিস্কার বিজ্ঞানীদের বাদামী বামন নক্ষ্ত্র সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
সূত্র: বিবিসি
৩০ জুলাই, ২০১৫
১৫ শ্রাবণ, ১৪২২