সোমবার ● ২১ মে ২০১২
প্রথম পাতা » সপ্তাহের ছবি » নেপচুনের নতুন উপগ্রহ
নেপচুনের নতুন উপগ্রহ
নাসা’র হাবল স্পেস টেলিস্কোপ নীলাভ-সবুজ গ্রহ নেপচুনের একটি নতুন উপগ্রহ আবিস্কার করেছে। এস/২০০৪ এন১ নামের এই উপগ্রহটি পৃথিবী থেকে প্রায় ৩ বিলিয়িন মাইল দূরে অবস্থিত। SETI ইনস্টিটিউটের মার্ক শোয়াল্টার গত ১ জুলাই, ২০১৩ তারিখে এস/২০০৪ এন১ উপগ্রহটি আবিস্কার করেন। উপগ্রহটি নেপচুনকে প্রতি ২৩ ঘন্টায় একবার ঘূর্ণন করে। এটি নেপচুনের ১৪তম উপগ্রহ, যা লেরিসা ও প্রোটিয়াস উপগ্রহ দুটির মাঝে অবস্থিত।