

রবিবার ● ২০ মে ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ২০১২ সালের প্রথম সূর্যগ্রহণ
২০১২ সালের প্রথম সূর্যগ্রহণ
২০১২ সালের প্রথম সূর্যগ্রহণটি বাংলাদেশ তারিখে ২১ মে, ২০১২ দেখা গেছে। এটি ছিল বলয় সূর্যগ্রহণ। মধ্যরাতে গ্রহণ শুরু হয়ে সকাল অবধি চলেছে। সূর্যোদয়ের পর পরই দেখা সম্ভব হয় এই গ্রহণটি। গ্রহণের বিস্তারিত সময়সূচি ছিল নিম্মরূপ:
আংশিক গ্রহণ শুরু দিবাগত রাত ০২:৫৬ মিনিট
পূর্ণ গ্রহণ শুরু দিবাগত রাত ০৪:০৬ মিনিট
মধ্য গ্রহণ সকাল ০৫:৫৪ মিনিট
পূর্ণ গ্রহষ শেষ ০৭:৩৯ মিনিট
আংশিক গ্রহণ শেষ ০৮:৪৯ মিনিট