

শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১২
প্রথম পাতা » পালনীয় দিবস » বিশ্ব ধরিত্রী দিবস
বিশ্ব ধরিত্রী দিবস
বিশ্বের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা ও ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস বা Earth Day । গেলরড্ নেলসন নামের যুক্তরাষ্ট্রের একজন সিনেটরের ১৯৭০ সালে শুরু করা এক আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে এই বিশ্ব ধরিত্রী দিবস। এখন পৃথিবীর অনেক দেশেই সরকারিভাবে এই দিবসটি পালন করা হয়। ১৯৯০ সালে আন্তর্জাতিকভাবে ১৪১টি জাতির দ্বারা আয়োজন করা হয়েছিল বিশ্ব ধরিত্রী দিবস।
১৯৭০ সালে এই পরিবেশ আন্দোলনের নাম দেওয়া হয়েছিল ‘এনভায়রনমেন্টাল টিচ-ইন’। ওই বছর আমেরিকার সানফ্রান্সিসকো সিটিতে প্রথম ধরিত্রী দিবস পালিত হয়। ১৯৯০ সালে জাতিসংঘ তাদের বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহে তা প্রতিপালনের জন্য উৎসাহ প্রদান করা শুরু করে। ফলে ১৯৯০ খ্রিষ্টাব্দ থেকে এই দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
ধরিত্রী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন ও উৎসাহী করে তোলা। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় জাতিগতভাবে, গোষ্ঠীগতভাবে অথবা ব্যক্তিগত পর্যায়ে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ জরুরি হয়ে উঠেছে।
প্রতিপাদ্য:
২০১৩: জলবায়ু পরিবর্তনের প্রকৃতি
২০১৪:
২০১৫: এবার আমাদের নেতৃত্ব প্রদানের পালা